দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গবেষণা সংসদের আয়োজনে দিনব্যাপী গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের তৃতীয় তলায় বিজনেস স্টাডিজ অনুষদের ৩৪২ নম্বর কক্ষে সকালে এ কর্মশালা শুরু হয়।
হাবিপ্রবি গবেষণা সংসদের উপদেষ্টা মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম রিসার্চ ইন্সট্রুমেন্টস এন্ড বেসিক এসপিএসএসের ওপর কর্মশালা পরিচালনা করেন।
কর্মশালাটি দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে; যেখানে কোশ্চেনিয়ার নিয়ে আলোচনা হয়েছে। রিসার্চ পেপার তৈরির জন্য কিভাবে একটি আদর্শ কোশ্চেনিয়ার তৈরি করতে হয়। কারণ রিসার্চ পেপারের তথ্য সংগ্রহের জন্য কোশ্চেনিয়ার গুরুত্বপূর্ণ।
দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে, যেখানে রিসার্চ উপাদান এবং এসপিএসএসের ওপর ব্যবহারিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে রিসার্চ পেপার তৈরির বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং কিভাবে এসপিএসএসের মৌলিক বিষয়গুলো ব্যবহার করতে হবে, সেগুলো বিষয়ে প্রায়োগিক আলোচনা করা হয়েছে। কিভাবে এসপিএসএস ব্যাহার করতে হয়, এর কোন্ টুলস দিয়ে কোন্ কাজ করতে হয়, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।
আবুল কালাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো কিভাবে উচ্চতর জ্ঞান সৃষ্টি করা যায় এবং সর্বত্র সেই জ্ঞানের প্রসারতা ঘটানো যায়। আমার প্রত্যাশা থাকবে— সকলে নিজেদের জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন। আর নিঃসন্দেহে গবেষণা আমাদের জ্ঞান বৃদ্ধির কাজকে ত্বরান্বিত করে।’
হাবিপ্রবির গবেষণা সংসদের সভাপতি ইশরাত আরশী বলেন, ‘আমরা নিয়মিত বিভিন্ন গবেষণা বিষয়ক কর্মসূচি আয়োজন করে থাকি। তারই অংশ ছিল আজকের এই দিনব্যাপী গবেষণা বিষয়ক কর্মশালাটি। আমাদের উপদেষ্টা প্রফেসর আবুল কালাম স্যার সুন্দরভাবে আজকের কর্মশালাটি পরিচালনা করেছেন। আজকের কর্মশালায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী নিঃসন্দেহে ভালো কিছু শিখেছে। যা তাদের গবেষণা কার্যত্রমে সহযোগিতা করবে।’
কেকে/ এমএ