শান্তিপূর্ণভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার বিকেল ৪টায়। ভোটগ্রহণ শেষের ৭ ঘণ্টা পার হলেও ফল ঘোষণা করা সম্ভব হয়নি। আর নির্বাচনী ফলাফল নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়াচ্ছে অনেকে।
শেষ খবর অনুযায়ী রাত ১১টা ৩০ মিনিটের দিকেও ভোট গণনা চলছে। ফল ঘোষণায় বেশি দেরির কারণে এ অপতথ্য ও গুজব ছড়ানোর হার বাড়ছেই। মনগড়া অনেক ফলাফলের তথ্য ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন চক্র।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে লিখেছেন ‘লাইলাতুল গুজব’। তবে তিনি এ স্ট্যাটসে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে কমেন্ট সেকশনে নানাজন মন্তব্য করছেন।
উমামা ফাতেমার ফেসবুক পোস্ট
অনেকে আবার ঘোষিত ফলাফলের আদলে রিটার্নিং অফিসের প্যাডে ভুয়া নাম বসিয়ে ইচ্ছামতো প্রার্থীদের বিজয়ী ঘোষণা করছেন। কেউ কেউ বিভিন্ন কেন্দ্রে কে কত ভোট পেয়েছেন তা ছড়িয়ে দিচ্ছেন।
তবে ডাকসুর নির্বাচন কমিশন সূত্র বলছে, এখনো ভোট গণনার কাজ পুরোপুরি শেষ হয়নি। অধিকাংশ হল সংসদের ভোট গণনা শেষ। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কাজ চলছে।
এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে গণনার প্রক্রিয়া শুরু করেন নির্বাচনী কর্মকর্তারা। ভোট গণনা শেষে সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণা করা হবে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে সব কেন্দ্রের সামনে প্রার্থী ও শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। তারা ফলের অপেক্ষায় রয়েছেন। রাতেও তারা কেউ কেন্দ্র ছেড়ে যাননি। ভোটে কে জিতবেন তা নিয়ে চলছে জল্পন-কল্পনা।
ডাকসু রিটার্নিং অফিসের তথ্যমতে, নির্বাচনে গড়ে ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট দিয়েছেন সূর্যসেন হলের শিক্ষার্থীরা। এ হলের ৮৮ শতাংশ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া আরও ১২ হলের শিক্ষার্থীরা ৮০ শতাংশের ওপরে ভোট দিয়েছেন। ছাত্রীদের হলগুলোতে তুলনামূলক ভোট পড়ার হার কম।