শনিবার, ১ নভেম্বর ২০২৫,
১৭ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১ নভেম্বর ২০২৫
শিরোনাম: জুলাই সনদের প্রয়োজন নেই : মেজর হাফিজ      নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ সরকারের      জাটকা শিকারে আজ থেকে আট মাসের নিষেধাজ্ঞা      টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস      শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসায় লণ্ডভণ্ড জ্যামাইকা      বিএনপির ওপর দোষ দিতে মরিয়া জামায়াত       বিএনপিতে আবার সক্রিয় হচ্ছে পুরোনো সিন্ডিকেট      
দেশজুড়ে
বোয়ালজুরে ২ ওয়ার্ড মেম্বারকে সংবর্ধনা
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেটের বালাগঞ্জ উপজেলার ২ নম্বর বোয়ালজুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য তজম্মুল হুসেন জনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো কামরুজ্জামান তুরন সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় সংবর্ধনা  দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বোয়ালজুর ইউনিয়ন পরিষদের হল রুমে পরিষদের মেম্বার, মহিলা মেম্বার, সচিব ও কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

বোয়ালজুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।

উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকতা গোবিন্দ চন্দ্র দেব, ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার তজম্মুল হুসেন জনি,  
১ নম্বর ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ কামরুজ্জামান তুরন, ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ছালেহ আহমদ, ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার সজল ধর, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার কয়েছ মিয়া, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার সফর আলী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্যা পিয়ারা বেগম, ১, ২ ও ৩ ওয়ার্ডের সদস্যা সায়েরা বেগম, জবলু মিয়া।

অনুষ্ঠানে দুই ওয়ার্ড মেম্বারকে ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে তজম্মুল হুসেন জনি বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়ার জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদের ভালোবাসায় আমি অভিভুত। আপনারা দোয়া করবেন, যেনো সব সময় আপনাদের সেবায় নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যেতে পারি। সকলের সহযোগিতা ও দোয়ায় আমি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের স্বার্থ সংরক্ষণ ও সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখবো ইনসাআল্লাহ।”

গত ২৫ জুলাই ঢাকার ফকিরেরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত এ কমিটিতে সিলেট জেলার মধ্যে প্রতিনিধি হিসেবে স্থান পান তজম্মুল হুসেন জনি ও মুহাম্মদ কামরুজ্জামান তুরন। কমিটিতে তাদের মনোনয়ন দেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাশেম চৌধুরী।

তজম্মুল হুসেন জনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবেও পরিচিত তিনি। ইউনিয়নের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন দেশের তৃণমূল জনপ্রতিনিধিদের অধিকার, মর্যাদা ও কল্যাণ রক্ষায় একটি জাতীয় পর্যায়ের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। নতুন কমিটিতে বোয়ালজুর ইউনিয়ন পরিষদের ২মেম্বারকে যুক্ত হওয়ায় বালাগঞ্জসহ সিলেটের প্রতিনিধিদের মাঝে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  বোয়ালজুর   ওয়ার্ড মেম্বার   সংবর্ধনা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ফরেস্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের বর্ধিত সভা অনুষ্ঠিত
সাংবাদিক হত্যার বিচার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন
নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত
আদালতের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে মামলার শিকার ইউপি সদস্য
দেশের ব্যবসায়-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ : আমীর খসরু

সর্বাধিক পঠিত

ইউথ পার্লামেন্টে গবি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ
গাজীপুর-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শফিউল্লা মিঠুর ব্যাপক গণসংযোগ
নালিতাবাড়ীতে শাহীন শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
যাত্রী দুর্ভোগ কমাতে হাতিয়ায় নতুন সি-ট্রাক চালু
খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অন্যায় পথ থেকে দূরে রাখে

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close