একাধিকবার মাছ চুরি করায় মাছ চাষি মো. আরিফ মিয়া (৩৫) প্রতিবাদ করে বিচার চেয়েছিলেন গ্রামের মাতব্বরদের কাছে। এর জেরে সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১ বিঘা পুকুরে বিষ ঢেলে প্রায় দেড় লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ করেছেন তিনি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
বিরাবোর বাসিন্দা হযরত আলীর ছেলে ক্ষতিগ্রস্ত মাছ চাষী মো. আরিফ মিয়া জানান, বিরাবোর পানাউল্লাহ দোকান সংলগ্ন ১ বিঘা জমির ওপর রুই, কাতল, পেলাপিয়া, পুটি ইত্যাদিসহ রেণু মাছের খামার দিয়া ব্যবসায় করে আসছিলেন। বেশ কিছু দিন ধরে এলাকার মো. কামরুল (৫৫) ও তার ছেলে মো. শাওন (২৬) বিভিন্ন সময় পুকুর থেকে মাছ চুরি করতো। বিষয়টি জেনে মাছ নিতে নিষেধ করলে কামরুল গং ভয়ভীতি দেখিয়ে আসছে। একপর্যায় তাদের কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জানালে সালিশ করা হয়।
এর জেরেই সোমবার রাতে তারা পুকুরে বিষ প্রয়োগ কররে সব মাছ নিধন করেছে। এতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি কয়েছে।
এ ঘটনার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বক্তব্য জানতে অভিযুক্ত কামরুল ও তার ছেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসআই ফরহাদকে পাঠিয়েছি। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
কেকে/ এমএ