সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রযুক্তি
সাশ্রয়ী মূল্যে বাজারে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম

ইন্টারনেট সংযোগ আরও দ্রুতগতির ও নির্ভরযোগ্য করে তুলতে সম্প্রতি দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ফাইভজি সেবা। আর ফাইভজি প্রযুক্তির সুবিধা সহজলভ্য করতে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশে উন্মোচন করল তাদের নতুন স্মার্টফোন অনার ৪০০ লাইট ফাইভজি। স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯৯৯ টাকা।

দেশে ফাইভজি প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে তুলনামূলক কম বাজেটের গ্রাহকদের জন্য অনার ৪০০ সিরিজের এ নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। জুন ২০২৫-এ বাজারে আসা অনার ৪০০ -এর রেগুলার ও প্রো ভার্সনের পর এবার যোগ হলো অনার ৪০০ লাইট ফাইভজি সিরিজ।

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের প্রচেষ্টা থাকে পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রেখে ব্যবহারকারীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা। এরই ধারাবাহিকতায় ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্টফোনটি আমরা উন্মোচন করেছি। অনার ৪০০ লাইট ফাইভজি দেশের মানুষকে ফাইভজি প্রযুক্তির সুবিধা উপভোগে সক্ষম করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পথকে আরও গতিশীল করবে।

যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্যে অনার ৪০০ লাইট ফাইভজি-তে প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে এআই ক্যামেরা বাটন, যা অ্যান্ড্রয়েড ফোনের জগতে একটি নতুন সংযোজন। এই বাটনে এক সেকেন্ড চাপলেই ক্যামেরা চালু হয়। একবার ক্লিক করে ছবি তোলা যায় এছাড়া বাটনটি চেপে ধরে রাখলে ভিডিও রেকর্ড করা শুরু হয়।

নতুন এই প্রযুক্তির সাথে যুক্ত হয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। যার অ্যাপারচার এফ/১.৭৫। এর ফলে কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা সম্ভব হয়। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল এবং ডেপথ ক্যামেরা। যা প্রতিদিনের মুহূর্তগুলোকে নিখুঁতভাবে ধরে রাখে। এমনকি রাতের বেলায় তোলা ছবিও আসে চমৎকার। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে ৩,৫০০-নিটের অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট যা চোখের আরাম নিশ্চিত করে।

মাত্র ১৭১ গ্রাম ওজন এবং ৭.২৯ মিলি মিটার পুরুত্বের এই স্মার্টফোনটি ওজনে হালকা ও টেকসই। ডিভাইসটি এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফায়েড এবং এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৫ ওয়েট-হ্যান্ড টাচ টেকনোলজি। ফলে হাত থেকে পড়ে গেলে কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে ফোন ব্যবহারেও ফোন নষ্ট হবার ঝুঁকি নেই।

ফোনটির ৫,২৩০ মেগাওয়াট-ঘণ্টা লি-আয়ন পলিমার ব্যাটারি ৩৫ ওয়াট তারসহ সুপার চার্জ নিশ্চিত করবে। এটি মাত্র ৩০ মিনিটে ৫২ শতাংশ চার্জ হয় এবং সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৭৩ মিনিট। এক হাজার বার চার্জ সাইকেলের পরেও ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত ভালো থাকে যা দীর্ঘমেয়াদের ব্যবহারে নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।

অনার ৪০০ লাইট ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং অনার র‍্যাম টার্বো (১২ জিবি+ ১২ জিবি) প্রযুক্তির ফোনগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এই ধরনের সেটআপে গেমিং, স্ট্রিমিংসহ একইসময়ে একাধিক কাজ করা যায়। অনার ৪০০ লাইট ফাইভজি ফোন ভেলভেট গ্রে ও মার্স গ্রিন এই দু’টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  অনার   স্মার্টফোন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close