স্মার্টফোন আজকাল আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে তথ্য জানা, সময় দেখা কিংবা ম্যাপ ব্যবহারে স্মার্টফোনের গুরুত্ব অপরিসীম। এর পাশাপাশি আবহাওয়ার নির্ভুল খবর পেতে স্মার্টফোনে বিশেষ কিছু অ্যাপ রাখা প্রয়োজন। যা আগে থেকেই জানিয়ে দেবে বৃষ্টি হবে কি রোদ উঠবে।
তাহলে চলুন দেখা যাক পাঁচটি সেরা আবহাওয়ার অ্যাপ। যেগুলো আপনাকে দিবে সময় মতো আবহাওয়ার বিস্তারিত তথ্য এবং সতর্কতা:
উইন্ডি ডটকম (Windy.com-Weather Forecast)
সঠিক ও বিশদ আবহাওয়ার পূর্বাভাসে সুপরিচিত এই অ্যাপটি তাপমাত্রা, স্যাটেলাইট ছবি এবং মানচিত্রের মাধ্যমে জানায় পরবর্তী সাত দিনের প্রতি ঘণ্টার আবহাওয়ার খবর। ব্যবহারকারীরা নিজেদের অবস্থান বা যেকোনো জায়গায় ক্লিক করেই আবহাওয়ার আপডেট পেতে পারেন।
অ্যাকিউ ওয়েদার (AccuWeather)
শুধু সাত বা দশ দিনের পূর্বাভাস নয়, এই অ্যাপ চার মাস পর্যন্ত আবহাওয়ার তথ্য দেয়। এছাড়াও জানায় কীভাবে আবহাওয়া আমাদের স্বাস্থ্য ও দৈনন্দিন কাজকে প্রভাবিত করতে পারে।
ওয়েদার ফরকাস্ট-লাইভ রাডার (Weather Forecast-Live Radar)
সহজ ব্যবহারযোগ্য এই অ্যাপ ৪৫ দিনের পূর্বাভাস প্রদান করে এবং বিশেষ করে ভারী বৃষ্টি, বজ্রপাত বা তাপপ্রবাহের সময় সতর্কতা জানিয়ে ব্যবহারকারীকে রক্ষা করে।
ওয়েদার অ্যান্ড রাডার- পলেন ইনফো (Weather & Radar-Pollen info)
সুন্দর ইন্টারফেস ও ব্যবহার বান্ধবতার কারণে জনপ্রিয় এই অ্যাপ আবহাওয়ার তথ্য দেয় এবং খারাপ আবহাওয়া এড়ানোর উপায়ও জানায়।
ওভার ড্রপ (Overdrop)
অ্যানিমেশন সমৃদ্ধ এই অ্যাপ বায়ু দূষণের তথ্যও সরবরাহ করে। সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস এখানে পাওয়া যায় খুব সহজে।
ঘরের বাইরে বের হওয়ার আগে এই অ্যাপগুলো ব্যবহার করলে আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে আগে থেকেই জানার সুযোগ পাবেন, আর বৃষ্টিতে ভিজতে হবে না হঠাৎ করে। তাই আপনার স্মার্টফোনে এখনই ডাউনলোড করে রাখুন এই সেরা আবহাওয়ার অ্যাপগুলো।
কেকে/ আরআই