বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক ও ইনস্টাগ্রাম যেন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি শেয়ার সবই এই প্ল্যাটফর্মে হয়ে থাকে নিয়মিত। তবে এই সহজ ব্যবহারের মাঝে লুকিয়ে আছে বড় ধরনের সাইবার ঝুঁকি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সামান্য অসতর্কতা ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ঝুঁকিতে ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে ভুয়া অ্যাকাউন্ট ও হ্যাকারদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতারকরা বন্ধুত্বের নামে ব্যবহারকারীদের সঙ্গে পরিচিত হয়ে, পরে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, মেসেঞ্জারে বা ইনবক্সে প্রেরিত অজানা লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক তথ্য ও ব্যক্তিগত ছবি অপরিচিতের কাছে শেয়ার করা সবচেয়ে বড় ভুল।
এদিকে নিরাপদ থাকতে বিশেষজ্ঞরা নিচের পরামর্শগুলো দিয়েছেন:
১. টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) সক্রিয় রাখুন।
২. নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন।
৩. বিভিন্ন ডিভাইসে লগইন করার পর অবশ্যই “লগ আউট ফ্রম অল ডিভাইসেস” অপশন ব্যবহার করুন।
৪. প্রাইভেসি সেটিংস এমনভাবে কনফিগার করুন যাতে আপনার পোস্ট ও তথ্য কে দেখতে পারবে তা নিয়ন্ত্রণে রাখতে পারেন।
৫. পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করার সময় বিশেষ সতর্ক থাকুন।
৬. সাইবার অপরাধ থেকে রক্ষা পেতে নিজেকে সতর্ক ও সচেতন রাখাই একমাত্র উপায়, বিশেষ করে আজকের ডিজিটাল যুগে।
কেকে/ আরআই