অ্যাপল ইকোসিস্টেমে ঢুকতে চান, কিন্তু দামি পণ্য কেনার সামর্থ্য নেই। এমন ব্যবহারকারীদের লক্ষ্যে অ্যাপল খুব শিগগিরই বাজারে নিয়ে আসতে চলেছে বেশ কয়েকটি এন্ট্রি-লেভেল পণ্য। টেক দুনিয়ায় জোর জল্পনা—আগামী কয়েক মাসের মধ্যেই কম্পানিটি কমদামি ম্যাকবুক থেকে শুরু করে নতুন বাজেট আইফোন ও আইপ্যাড উন্মোচন করতে পারে।
ম্যাক রিউমরস জানিয়েছে, আগামী বছর একটি নতুন বাজেট-বান্ধব ম্যাকবুক লঞ্চ করবে অ্যাপল, যাতে থাকবে কম্পানির ‘এ১৮ প্রো’ চিপ। এ চিপ ইতিমধ্যেই আইফোন১৬ প্রো সিরিজে ব্যবহৃত হয়েছে।
জিএফএইচকে সিকিউরিটিজের বিশ্লেষক জেফ পু জানিয়েছেন, অ্যাপল কম দামের আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুক নিয়ে কাজ করছে। এর মধ্যে আইফোন ১৭ই-ই হবে প্রথম, যা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে প্রকাশ হতে পারে।
পু-এর মতে, আগামী আইফোন ‘ই’–মডেলে খুব বেশি ডিজাইন পরিবর্তন নাও করতে পারে অ্যাপল। বরং ফোকাস থাকবে পারফরম্যান্স উন্নয়নে। ডিভাইসটিতে থাকতে পারে, এ১৯ চিপ, ৮জিবি র্যাম, নতুন অ্যাপল সি১ মডেম ও ১৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে বর্তমান মডেলের মতোই ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও একই নচ ডিজাইন থাকতে পারে।
প্রতিবেদন বলছে, নতুন ম্যাকবুকটিতে থাকবে ১৩ ইঞ্চি ডিসপ্লে এবং এটি নীল, গোলাপী, রূপালী ও হলুদ রঙে বাজারে আসতে পারে। সম্ভাব্য দাম ৬৯৯ ডলার থেকে ৮৯৯ ডলার পর্যন্ত। যা বাংলাদেশি মুদ্রায় ৮৫,৬৭৭ টাকা থেকে প্রায় ১ লাখ ১০ হাজার ৯৬৪ টাকা পর্যন্ত। অ্যাপল এই ল্যাপটপে পুরনো ডিজাইন এবং কিছু আগের প্রজন্মের ডিসপ্লে উপাদান ব্যবহার করতে পারে। এতে থাকবে ৮ জিবি র্যাম এবং একটি মাত্র ইউএসবি টাইপ-সি পোর্ট।
বর্তমানে কম্পানির সবচেয়ে সস্তা ফোন আইফোন ১৬ই। তারই উত্তরসূরী আইফোন ১৭ই লঞ্চ হবে ২০২৬ সালের শুরুতে। ফোনটিতে থাকতে পারে এ১৯ চিপ, ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, নতুন অ্যাপল সি১ মডেম। ডিজাইনে বড় কোনো পরিবর্তন আনা হবে না বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল দ্বাদশ প্রজন্মের আইপ্যাডেও বড় আপডেট আনছে। এতে থাকতে পারে এ১৮ প্রসেসর, ৮জিবি র্যাম এবং অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট। এই তিনটি পণ্য ২০২৬ সালের শুরুর দিকেই লঞ্চ হতে পারে।
সূত্র : হিন্দুস্তান টাইমস ও আজতক বাংলা
কেকে/ আরআই