একটি ছোট্ট শহর, ব্রাহ্মণবাড়িয়া। এখান থেকেই জন্ম নিয়েছে এক স্বপ্নবাজ কিশোর, যে আজ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে যাচ্ছে। নাম তার আহনাফ বিন আশরাফ নাবিল। বয়স মাত্র ১৬, পড়াশোনা করছে দশম শ্রেণিতে। কিন্তু এই অল্প বয়সেই সে হয়ে উঠেছে দেশের মেধা, উদ্ভাবন আর স্বপ্নের প্রতীক।
বাংলাদেশের কিশোর গবেষক, সমাজকর্মী ও তরুণ উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এই অর্জনের গৌরবে ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ায় তার পরিবারের বাসায় গিয়ে সংবর্ধনা জানাল ‘আমরা বিএনপি পরিবার’।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান রুমন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি মো. জহিরুল হক খোকন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান লন্ডন থেকে নাবিলের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করে শুভেচ্ছা ও উপহার সামগ্রী পাঠিয়েছেন। তার নির্দেশে বিএনপির নেতারা নাবিলের হাতে উপহার ও আর্থিক সহযোগিতা পৌঁছে দেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমান নাবিলের ভিডিও দেখে আপ্লুত হয়েছেন। এত অল্প বয়সে নাবিলের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন আমাদের ভবিষ্যতের জন্য এক বিশাল আশার আলো।’
তিনি আরও বলেন, ‘মাত্র দশম শ্রেণির শিক্ষার্থী হয়েও নাবিল মহাবিশ্ব গবেষণা, মঙ্গলগ্রহে বৃক্ষরোপণসহ যুগান্তকারী বিষয় নিয়ে কাজ করছে। তার অসাধারণ মেধা ও বৈজ্ঞানিক কাজের স্বীকৃতিস্বরূপ সে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে। নাবিল ব্রাহ্মণবাড়িয়ার নয়, পুরো বাংলাদেশের গর্ব।’
আহনাফ বিন আশরাফ নাবিল ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি উদ্ভাবন করেছেন জল-বাতাস-মাটির দূষণ নির্ণায়ক স্মার্ট সেন্সর সিস্টেম এবং তরুণদের সুরক্ষায় গার্ডিয়ান অ্যাঙ্গেল অ্যাপ। তার নেতৃত্বে বিবিএক্স রোভার টিম আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়েছে।
এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের নিওট্রিক ইয়থ সামিট ২০২৫ ও তুরস্কের আইআইএমইউএনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন। তিনি ইয়ং স্পার্ক অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও এবং আরএএসএ এবং এসএসিআরের সহ-প্রতিষ্ঠাতা।
নাবিলও বলেন, ‘আমি আমার প্রতিটি প্রচেষ্টা দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানোই আমার স্বপ্ন।’
কেকে/ এমএ