প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তীর স্ত্রী হলেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিমি চক্রবর্তীর গলায় গলায় মিল। একে অন্যকে গিফট পাঠান। দেখা হলে জমে আলাপ। এবার তো শুভশ্রীকে কাছে পেতে চুম্বন করে বসলেন মিমি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কিছুদিন আগে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেখা হয় তাদের। মঞ্চে একসঙ্গে কোমর দোলান তারা। সেই অনুষ্ঠানের একটি রিল সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন রাজ ঘরণী।
শুভশ্রী বলেন, “বলিউডে যদি দীপিকা থাকে, আমাদের বাংলায় আছে মিমি!” এই শুনে হই হই করে ওঠেন মিমি-শুভশ্রীর সহকারীরা। সঙ্গে সঙ্গে শুভশ্রীকে জড়িয়ে ধরে মিমি বলেন, “লেডি সুপারস্টার।” বলার সঙ্গে সঙ্গে শুভশ্রীর গালে চুম্বন করেন অভিনেত্রী। ভিডিওটি ভাগ করে নিয়ে দুই নায়িকা লিখেছেন, “এই বছরের সেরা যুগলবন্দি।”
সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। দশ বছর আগের ছবি দিয়েও হল ভরিয়েছেন তিনি। অন্যদিকে মুক্তির অপেক্ষায় মিমির ‘রক্তবীজ ২’। এতে তার বিপরিতে বিপরীতে আছেন আবীর চট্টোপাধ্যায়।
কেকে/এজে