ফরিদপুরের সালথায় সোনালী ব্যাংক পিএলসির সাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সালথা বাজার শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সোনালী ব্যাংক পিএলসি নিয়ন্ত্রনকারী কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর বিকাশ পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, ফরিদপুর সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সাজ্জাদ হোসেন প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।
এ সময় সালথা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়, কাগদি মুরাটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজ, মিতালী বিদ্যা নিকেতন, গট্টি উচ্চ বিদ্যালয়, বড়খারদিয়া উচ্চ বিদ্যালয়, যোগারদিয়া উচ্চ বিদ্যালয়, আটঘর উচ্চ বিদ্যালয়, ইউসুফদিয়া আব্দুল আলী এবং নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংক পিএলসির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের যাবতীয় বেতন এবং ফি আদায় সহজতর হবে।
কেকে/ আরআই