জয়পুরহাট কেন্দ্রীয় শিব মন্দিরে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সনাতনী যুবশক্তির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা সনাতনী যুবশক্তির সভাপতি রনজিৎ সাহা, সহ-সভাপতি রতন রায়, সাধারণ সম্পাদক দেবোতোষ কুন্ডু বাপ্পা, সহ-সাধারণ সম্পাদক জীবন কুমার (মিলন), সাংগঠনিক সম্পাদক উৎপল সরকার, নারী বিষয়ক সম্পাদক ঝুমুর রানী, কোষাধ্যক্ষ অপূর্ব মহন্ত প্রমুখ।
বক্তারা বলেন, মন্দির পরিচালনা কমিটি বছরের পর বছর এককভাবে ক্ষমতা প্রয়োগ করে আসছে। মন্দিরের আয় লাখ টাকা হলেও এর কোনো অডিট নেই, নেই স্বচ্ছ হিসাব। পাশাপাশি মন্দিরের সম্পত্তি দখল, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের কারণে ধর্মীয় প্রতিষ্ঠানটি সংকটে পড়েছে।
তারা আরও বলেন, এসব অনিয়ম প্রতিরোধে ৬ দফা দাবি পেশ করা হয়েছে এবং প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।
কেকে/ আরআই