সাভারে লেপ-তোষকের দোকান ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় মেসার্স পর্দা গ্যালারী নামে একটি লেপ-তোষকের দোকান ও ফারুকের মালিকানাধীন গোডাউনে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে কয়েক লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
কেকে/ আরআই