লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে “আমার লোহাগাড়া ডটকম” ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন লোহাগাড়া নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
তিনি বলেন, এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নাগরিকদের সেবা নিশ্চিতকরণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। “আমার লোহাগাড়া ডটকম”এর মাধ্যমে যেসব সেবাসমূহ পাওয়া যাবে সেগুলো হল অনলাইন নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, প্রত্যয়নপত্র, ভিজিডি/ভিজিএফ কর্মসূচির প্রত্যয়ন,ইউনিয়ন পরিষদের সকল প্রকার প্রত্যয়নপত্র ও আবেদন প্রভৃতি।
তিনি আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরদেরকে ওয়েবসাইট ব্যবহারে দক্ষ করে তোলা হয়েছে। এতে সেবা প্রদান হবে যথাসময়ে এবং নির্ভুল ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের সুবিধা ও থাকবে। এহেন মহতী উদ্যোগ আগামীতে লোহাগাড়াকে একটি স্মার্ট ও সেবাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেকে/এআর