পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষার সংগ্রাম শুধু নীতি বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়বদ্ধতা।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব আয়োজিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য নাগরিক সমাজ, সরকার ও বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে।
উপদেষ্টা বলেন, জনগণের অব্যাহত অবদান দেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। তিনি শালবন পুনরুদ্ধার, হাতির করিডোর সংরক্ষণ, জিরো সয়েলসহ বিভিন্ন সরকারি উদ্যোগের উদাহরণ তুলে ধরে বলেন, “ঢাকা আজ আগের তুলনায় অনেক বেশি সবুজ। প্রায় প্রতিটি বাড়ির ছাদে এখন ছাদবাগান দেখা যায়। মানুষ প্রকৃতিকে ভালোবাসে—এই আত্মিক বন্ধন কখনো ছিন্ন হবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং তরুপল্লবের সহসভাপতি শাহজাহান মৃধা বেনু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন।
এবারের অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ প্রদান করা হয় চারজনকে। বৃক্ষসখা সম্মাননায় ভূষিত হন ঝিনাইদহের মো. আমিনুল ইসলাম, মিরসরাইয়ের প্রকল্প সোনাপাহাড় এবং রাঙামাটির সবুজ চাকমা। এছাড়া জীববৈচিত্র্য পুরস্কারে ভূষিত হন বাংলা একাডেমির জীবন সদস্য মিজানুর রহমান ভূইয়া।
কেকে/এজে