সোমবার, ২৭ অক্টোবর ২০২৫,
১১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: নভেম্বর ঘিরে ঘোট পাকাচ্ছে আ.লীগ       নির্বাচনে ‘গলার কাঁটা’ ইউপি প্রতিনিধিরা      মিলছে না অনেক হিসাব      দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?      ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার      ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৪, হাসপাতালে ১১৪৩      বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’      
প্রিয় ক্যাম্পাস
জাকসু নির্বাচনে হল সংসদে প্রার্থী দিতে ব্যার্থ একাধিক ছাত্রসংগঠন
শাহরিয়ার আলম, জাবি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রচার প্রচারণায় জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। নিজেদের অবস্থান থেকে যথাসম্ভব শক্তিশালী প্যানেল ঘোষণার চেষ্টা করেছে সংগঠনগুলো। তবে ব্যাতিক্রম চিত্র দেখা গেছে হল সংসদ গুলোতে। হল সংসদের সকল পদে এখনো প্রার্থী দিতে পারেনি ছাত্রসংগঠনগুলো। জনবল ও প্রার্থীর সংকট, হল রাজনীতিতে অনীহাসহ বিভিন্ন কারণে কোনো সংগঠনই এসব হলে প্রার্থী দিতে পারেনি। এদিকে হলগুলোতে বেশিরভাগ প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন।

বিশ্ববিদ্যালয়ের ২১ টি হলের মধ্যে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল। এসব হলে নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি হলে ১৫টি করে পদ রয়েছে। হলগুলোতে সকল পদে প্রার্থী দিতে পারছে না ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র ইউনিয়নসহ বামপন্থী সংগঠনগুলো। কেন্দ্রীয় সংসদে প্যানেল ঘোষণা করেছে সকল সংগঠন। তবে হল গুলোতে সেই নামে কোন প্যানেল দেয়নি সংগঠনগুলো।

জানা যায়, ছাত্রদের কয়েকটি হলের কয়েকটি পদে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ছাত্রীদের ১০টি হলের কোনো হলেই তাদের প্রার্থী নেই। একই অবস্থা গণতান্ত্রিক ছাত্রসংসদের। হলগুলোতে তাদের কয়েকজন নেতা-কর্মী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রীদের হলে প্রার্থী দিতে তারাও ব্যার্থ হয়েছে। তবে ভিন্নচিত্র দেখা গেছে ছাত্রদলে। ছেলেদের সব হল গুলোতে কয়েকটি পদ ব্যাতীত বেশিরভাগ পদেই প্রার্থী দিয়েছেন তারা। তবে ছাত্রীদের হল গুলোতে তারাও কোন প্রার্থী দেয়নি।

এ বিষয়ে ছাত্রশিবির সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ছাত্রদের হলগুলোতে আমাদের সংগঠনের প্রার্থীরা নির্বাচন করছেন। তবে ছাত্রী হলগুলোতে ছাত্রী সংস্থার কোনো প্রার্থী নেই। কিছু প্রার্থী রয়েছে, যাদের আমাদের প্যানেল সমর্থন দেবে।

গণতান্ত্রিক ছাত্রসংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান বলেন, সব হলে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া সম্ভব হচ্ছে না। তবে সব হলেই আমাদের নেতা-কর্মী এবং সমর্থিত প্রার্থী রয়েছেন। ছাত্রদের ৬ থেকে ৭টি হলে ভিপি, জিএসসহ শীর্ষ পদে আমাদের প্রার্থী রয়েছেন।

ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, আমরা ছেলেদের সব হলেই কয়েকটি পদ ব্যাতীত প্রায় সকল পদেই প্রার্থী দিয়েছি। আর মেয়েদের হলে আমরা কোন প্রার্থী দেইনি।মেয়েদের হল গুলোতে উন্মুক্ত রেখেছি সবার জন্য।

এদিকে, শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে দেখা যায় মেয়েদের ১০ টি হলের ১৫০ পদের মধ্যে  ৪৪ টি পদে নির্বাচন করছেন না কোন প্রার্থী। আর বিনা ভোটে জয়ী হবে এমন পদের সংখ্যা ৫৫ টি। অন্যদিকে ছেলেদের হলের ১৬৫ পদের ১০ টি পদে নির্বাচন করছেন না কোন প্রার্থী। আর বিনা ভোটে জয়ী এমন পদের সংখ্যা ৪৭ টি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, আপাতত এ পদগুলো ফাঁকা রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরে পদগুলো ফাঁকা রাখা হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা চলবে ৯ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  জাকসু   ছাত্রসংগঠন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বঙ্গোগসাগরে ঘূর্নিঝড় মোন্থা, ২ নম্বর সতর্ক সংকেত
মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
রাজনগরে মনু নদের বাঁধে আকস্মিক ভাঙন
বিসিটিআই-এর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট গ্রহণ করলেন অভিনেতা মাসুদ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

সর্বাধিক পঠিত

চকরিয়ায় চিংড়ি ঘের-বেড়িবাঁধ ও উন্নয়ন কাজ পরিদর্শনে মৎস্য সচিব
মস‌জি‌দে আমির হামজা‌কে রাজ‌নৈ‌তিক বক্তব্য দি‌তে নি‌ষেধ করায় বিএন‌পি নেতা লাঞ্ছিত
ফটিকছড়িতে টিলা ধসে শ্রমিকের মৃত্যু
দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বিএনপিকে ভোট দিতে হবে
বিএনপি দুর্দিনেও মানুষের পাশে থাকে : মফিকুল হাসান

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close