জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থায়নে পরিচালিত শিক্ষকগণের গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের অর্থ বরাদ্দ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত অর্থবছরে (২০২৪-২০২৫) গবেষণা প্রকল্পে বরাদ্দ ৩৯ হাজার টাকা বৃদ্ধি করে ১ লাখ ৪৫ হাজার টাকা করা হয়, যা ২০২৩-২০২৪ অর্থবছরে ছিলো ১ লাখ ৬ হাজার টাকা।
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, চাহিদার তুলনায় অপ্রতুল হলেও এই বরাদ্দ বৃদ্ধি শিক্ষকদের গবেষণায় উৎসাহ প্রদান করবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আরও উচ্চ পর্যায়ে নিতে গবেষণার মান বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে বর্তমান প্রশাসন গবেষণা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি ও গবেষকদের প্রণোদনা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে। উপাচার্য স্কোপাস ইনডেক্স জার্নাল, জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে গবেষণা প্রকাশনা, পিয়ার রিভিউ জার্নালে গবেষণা প্রবন্ধ ও বই প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বাড়ানোর উদ্যোগ গ্রহণের ইচ্ছার কথা ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব সহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই