কেরানীগঞ্জে অনলাইনে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণা করা একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন ও পাঁচটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
গ্রেফতারকৃতরা হলেন, ইমন আলী, নাহিদুল ইসলাম ও তানজির।
তিনি জানায়, গত ৫ আগস্ট কেরানীগঞ্জের বন্দডাকপাড়া এলাকায় সরকারি কাজে গেলে ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান জানতে পারেন তার ছবি ও নাম ব্যবহার করে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা দাবি করছে। পরে ডিবি দক্ষিণ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর এলাকায় বুধবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ওই চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন, ঢাকা জেলা ডিবি দক্ষিণের ওসি সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু।
কেকে/ এমএস