মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির ৭টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অবশেষে অনুমোদন পেয়েছে।
মৌলভীবাজার বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটিগুলো গঠন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউস। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন।
অনুমোদিত ইউনিয়নভিত্তিক দায়িত্বশীলরা হলেন ১ নম্বর মির্জাপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল মুহিত নিলু, সদস্য মাহমুদ আলী, ২ নম্বর ভুনবীর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার মহারাজ, যুগ্ম আহ্বায়ক চেরাগ উদ্দিন, সদস্য দক্ষিণা রঞ্জন বিশ্বাস, ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়ন বিএনপি আহ্বায়ক হাজী আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক আফজাল তরফদার, সদস্য মাহমুদুল হাসান ঝাড়ু, ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাজী মো. মকসুদ আলী, সদস্য শাখাওয়াত হোসেন মাস্টার, ৫ নম্বর কালাপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মো. আজিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, সদস্য মো. আব্দুল মোছাব্বির, ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মো. শাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. লিটন মিয়া মেম্বার, সদস্য মো. শামছুল হক, ৭ নম্বর কালিঘাট ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মো. হারুন-উর রশিদ, যুগ্ম আহ্বায়ক ইসমাইল মিয়া, সদস্য মিলন তাঁতী।
বুধবার (১৫ অক্টোবর) মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন জানান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাথমিক কাঠামো গঠনের পর মাত্র ২টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি করা সম্ভব হয়েছিল। পরবর্তী সময়ে কিছুটা জটিলতার কারণে বাকি ৭টি ইউনিয়নের কমিটি আর এগোয়নি।
গত সোমবার দলের কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে টানা আলোচনার পর ঝুলে থাকা ইউনিয়নগুলোর কমিটি ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত করা হয়। প্রত্যেক ইউনিয়নে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং ৩জন করে নেতাকে স্বাক্ষর ক্ষমতা দেয়া হয়েছে। দল পুনর্গঠনে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত ও রাজনৈতিক কর্মসূচি তৃণমূলে সক্রিয় করার পাশাপাশি মাঠ পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান জেলা কমিটির নেতারা।
কেকে/বি