সরকারি চাকরিতে ডিপ্লোমা কোটা বাতিল ও রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘জনে জনে খবর দে, ডিপ্লোমা কোটার কবর দে’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান’, ‘ওয়ান টু থ্রি ফোর, ডিপ্লোমা কোটা নো মোর’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আশরাফুল ইসলাম হৃদয় ও মেহেদী হাসান রাকিব বক্তব্য রাখেন।
কেকে/ আরআই