ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির ৩০৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতি (২৮ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের পুকুরে ১ মণ মাছের পোনা ছাড়ার মধ্য দিয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লিয়াকত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম,ময়না ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হকসহ মৎস্য অফিসের অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার পরিষদ পুকুরসহ উপজেলার বিভিন্ন স্থানে ৬টি পুকুরে ৩০৫
কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
কেকে/এএস