বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের ৬১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত ১৮ জুন বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের এই কমিটি গঠন করা হয়। তবে মাত্র চার দিন পর, ২২ জুন কমিটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। পরে ২৫ জুন আংশিক সংশোধন সাপেক্ষে ওই বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়। সর্বশেষ স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটি পুনর্বহাল করা হলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন সংগঠনের স্থায়ী কমিটির অনুমোদনক্রমে কমিটি পুনর্বহালের ঘোষণা দেন। নতুন কমিটিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক সোহরাব জাকিরকে সভাপতি এবং সহকারী মহাব্যবস্থাপক মো. হোসাইন আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া সহকারী মহাব্যবস্থাপক রাশেদ আফজালকে সিনিয়র সহসভাপতি, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু হাসান জনিকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র অফিসার নাজমুল হক মন্ডল অপুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একটি বুদ্ধিজীবী ও গবেষণাধর্মী সংগঠন হলো জিয়া পরিষদ। বাংলাদেশ কৃষি ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষা এবং পেশাজীবী প্ল্যাটফর্মে নিজেদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কমিটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
কেকে/এজে