রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসাইন পদত্যাগ করেছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়টি উপাচার্য সালেহ হাসান নকীবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এ বিষয়ে অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, আমি ওইদিনই (২০ অগাস্ট, পিএসসি সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর) পদত্যাগ করেছি। তবে উপাচার্য রাজশাহীর বাইরে থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। আজ সেটি জমা দিয়েছি।
তবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, প্রধান নির্বাচন কমিশনার পিএসসিতে যোগদান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিগগির নতুন কাউকে নিয়োগ দেবে।
উল্লেখ্য, বুধবার (২০ অগাস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যাপক এম আমজাদ হোসেনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার।
কেকে/ এমএস