মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫,
২৯ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
শিরোনাম: রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ      এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস      সোমবারের উল্লেখযোগ্য সংবাদ      ফের বাড়ল স্বর্ণের দাম      জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট      ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      
দেশজুড়ে
মাগুরার মহম্মদপুরে বিএনপির পথসভা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:১১ পিএম

মাগুরা-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে মহম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে এক পথসভা।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ পথসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল। 

পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। পথসভায় সভাপতিত্ব করেন গোলাম আজম সাবু মিয়া।

পথসভায় প্রধান বক্তা হিসেবে এস এম রবিউল ইসলাম নয়ন বলেন, ‘মাগুরা-২ আসনে একজন সিনিয়র নেতা নির্বাচন করতে চান যিনি অন্য দল থেকে এসে বিএনপিতে ঘাপটি মেরে থেকে বিএনপিকে নিধন করার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেই ফাঁদে পা দেয়নি। দলের ভেতর কোনো গ্রুপিং বা বিভেদ সৃষ্টি করা যাবে না। দল যাকে নমিনেশন দেবে আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’

প্রধান অতিথির বক্তব্যে কাজী সালিমুল হক কামাল বলেন, ‘দল যদি আমাকে নমিনেশন দেয়, নয়ন আমার জন্য কাজ করবে। আর নয়নকে নমিনেশন দিলে আমরা সকলে নয়নের জন্য কাজ করব। মাগুরা-২ আসনকে ধানের শীষের পক্ষে জয়যুক্ত করতে হবে।’

পথসভায় আরো উপস্থিত ছিলেন— উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এস এম ইউনুস আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাবুল, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক জহুরুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন শিকদার সজিব, সদস্য সচিব মো. রজব আলী প্রমুখ।

পথসভায় নেতাকর্মীরা বলেন, বিএনপির আন্দোলন আজ জনগণের আন্দোলনে রূপ নিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও পরিবর্তনের ডাক এখন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়ছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ
এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস
অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবেলায় সাহস ও সচেতনতা জরুরি
রোনালদোয় মুগ্ধ এমবাপে
চলে গেলেন কালাচাঁদ মিয়া, মির্জা ফখরুলের শোক

সর্বাধিক পঠিত

আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর
জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস
মহম্মদপুরের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি
জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close