নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড-এর গল্প নিয়ে ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নামে ঢালিউডে আসছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা। ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউডের এ মেগাস্টার লিখেছেন- ‘শহর চিনবে তার আসল নায়ককে!’
শুক্রবার (২২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান লেখেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের- শহর চিনবে তার আসল নায়ককে! এবার আসছে মিথের ধারা।’
হ্যাশট্যাগে ‘প্রিন্স’ যুক্ত করে তিনি আরো জানান, ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা- এমন একটি গল্প যেখানে শহরটি জানতে পারে তার কিংবদন্তিকে।’
সবশেষে শাকিব লেখেন, পরিচালনায় আবু হায়াত মাহমুদ। প্রযোজনায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড’। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নির্মাতা আবু হায়াত মাহমুদের এ সিনেমার গল্পে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন আর ইমোশনের মিশেল। দর্শকের প্রতীক্ষিত এই ছবির এবার প্রথম পোস্টার উন্মোচন হলো; যা বেশ ঝড় তুলেছে দেশের সিনেপ্রেমীদের মাঝে।
মেগাস্টার শাকিব খান
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটাচ্ছেন শাকিব খান। সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, চলতি মাসের শেষের দিকে তিনি দেশে ফিরবেন।