সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      
দেশজুড়ে
কালাইয়ে বৃষ্টিতে তলিয়ে গেছে জমির ফসল, হতাশায় কৃষক
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫:৫১ পিএম
পানির নিচে তলিয়ে গেছে আমন ধান ক্ষেত। ছবি : প্রতিনিধি

পানির নিচে তলিয়ে গেছে আমন ধান ক্ষেত। ছবি : প্রতিনিধি

একদিনের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে জয়পুরহাটের কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার মাঠে প্রায় ৫’শ একরেরও বেশি আমন ধান ক্ষেত। রোপনের মাত্র কয়েকদিন পর এসব ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানি পারাপারের পথ ভরাট হয়ে যাওয়ায় উপর থেকে পানি নিচে এসে ধান ক্ষেত তলিয়ে যায় বলে অভিযোগ চাষীদের। কৃষি কর্মকর্তা বলছেন, দ্রুত পানি নেমে গেলেই ফসল রক্ষা হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সরেজমিনে জেলার কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার মাঠে গিয়ে দেখা যায়, পানির নিচে ফসলের ক্ষেত। উপর থেকে পানি নিচে আসছে। দীর্ঘদিন ধরে যে দিক হয়ে পানি পারাপার হতো, সেই পথ বন্ধ থাকায় গড়ে আসা পানি বৃদ্ধি পাচ্ছে। গত বুধবার যেসব ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে, আজ বৃহস্পতিবার তার চেয়ে বেশী পরিমান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এসময় ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, রোপণের শুরুতেই যে অবস্থা, তাতে তাদেরকে এবারে লোকসান গুনতে হবে পুরোদমে।

আঁওড়া মহল্লার মকবুল হোসেন বলেন, ‘এই মাঠে দুই বিঘা ধান লাগিয়েছি। সার ও ঔষধও দিয়েছি। গাছগুলো সবুজ হয়ে ওঠেছে। বুধবার রাতের বৃষ্টিতে সব ধান গাছ ডুবে গেছে। পঁচনও ধরেছে। পানি পারাপারের পথ যদি ভরাট না করতো, তাহলে সাথে সাথেই পানি নেমে যেত। দুই/একদিনের মধ্যে পানি নামার ব্যবস্থা না করলে সব ক্ষেত নষ্ট হয়ে যাবে। আবার নতুন করে রোপণ করতে হবে। চারা পাবো কোথায় ? আমরা এখন কি করবো।’ 

একই মহল্লার বাসিন্দা ডবলু মিয়া বলেন,‘পানিতে তলিয়ে সব শেষ হয়ে গেছে। কিস্তি তুলে পুকুরে মাছ ছেড়েছি, সব মাছ চলে গেছে। ফসলও ডুবে গেছে পানিতে। এখন কিস্তি দিব কিভাবে ? পানি পার হচ্ছে না, তাই পানি আরো বাড়তেছে।’

কালিমহর মহল্লার বাসিন্দা তানজিরুল ইসলাম রানা বলেন,‘গত আলুর আবাদ করে দাম পাইনি। এবারও আগাম জাতের ধান আবাদ করেছি, রোপণের এক মাস যেতে না যেতেই পানিতে তলে গেছে। আবার চারা পাবো কোথায়।’ 

উত্তরপাড়া মহল্লার বাসিন্দা মেজবাহুল ইসলাম বলেন,‘জন্মের পর কোনোদিন এই মাঠের ফসল বৃষ্টির পানিতে তলিয়ে যেতে দেখিনি। রাস্তার পাশে পানি পারাপারের সব পথ ভরাট দেওয়ার কারনে আজ মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে। গত দুইদিন ধরে আমন ধানের গাছ পানির নিচে তলিয়ে আছে, পানি কিভাবে পার হবে, এ নিয়ে কারও মাথা ব্যাথা নেই।’ 

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন,‘শুধু আঁওড়াতেই নয়, পুরো উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে ফসল তলে গেছে। এ বিষয়ে অদ্যই উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। তদন্তপূর্বক দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা নেওয়ার। সে মোতাবেক কাজও চলছে। পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না বলেও জানান তিনি।’ 

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চিত্রনায়ক বাপ্পারাজের রহস্যময় পোস্টে উদ্বিগ্ন ভক্তরা
ফ্যাসিস্ট নাসিমের প্রতারণার শিকার শতাধিক নারী
হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close