চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আহলে হাদিস যুব সংঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বাদ মাগরিব জিরো পয়েন্ট মসজিদে এ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি মনোনীত হন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুদ্দাছির ছাক্বিব, সহ সভাপতি মো. আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হেসেন৷
চবি শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুছাদ্দিক বলেন, ‘আহলে হাদিস যুব সংঘের হাত ধরে শীঘ্রই দেশের প্রতিটি ক্যাম্পাসে নির্ভেজাল তাওহিদের দূর্গ গড়ে উঠবে, ইনশাআল্লাহ।’
বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আতাউর রহমান খান। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ’ নির্ভেজাল তাওহিদের রক্ষক, এটি পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর যথাযথ অনুসরণের পাশাপাশি বিজাতীয় সংস্কৃতি ও মতবাদ ছুড়ে ফেলে পবিত্র কোরআন ও সহীহ হাদিস অনুযায়ী জীবনের প্রতিটি স্তর পরিচালনা করতে শেখায়।
নব মনোনীত সভাপতি মুদ্দাছির ছাক্বিব বলেন, ‘শিরক, বিদয়াত ও কুফরী মতবাদের বিপরীতে রাসূলুল্লাহ (স.) এর প্রকৃত সুন্নাহ প্রচার, প্রসার ও বাস্তবায়নের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াই হবে আমার মুল লক্ষ্য। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, একজন মুসলিম হিসেবে আসুন, পবিত্র কোরআন ও সহীহ হাদিসের আলোকে জীবন গড়ি।’
সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা মানুষকে সেই আদর্শের দিকে আহ্বান করছি যে আদর্শ মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে মহান আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যায়, আমরা মানুষকে সেই আদর্শের দিকে আহ্বান করছি যে আদর্শ ইনসাফের কথা বলে, যে আদর্শ আমাদের সদা সত্যের পথে চালিত করে, এটা সেই আদর্শ যে আদর্শের দীক্ষাগুরু শেষ নবী হযরত মুহাম্মাদ (সাঃ)।’
কেকে/ এমএস