ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের নাম হয়ে উঠেছে ‘ডিআইইউ ফার্মা ক্লাব’। এটি শুধু একাডেমিক চর্চায় সীমাবদ্ধ নয়—এই ক্লাব শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং পেশাগত প্রস্তুতির এক অনন্য মঞ্চ হিসেবে কাজ করছে।
গত মাসে ক্লাবটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ক্লাবের কার্যক্রমে এসেছে নতুন গতি। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ক্লাবটি নিয়মিত আয়োজন করছে ওয়ার্কশপ, সেমিনার, পাবলিক হেলথ ক্যাম্পেইন ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এসব কার্যক্রম শিক্ষার্থীদের বইয়ের বাইরের জগৎ সম্পর্কে বাস্তব ধারণা দিতে সহায়তা করছে।
শিক্ষার্থীরা বলছেন, ফার্মা ক্লাব তাদের একাডেমিক জীবনের বাইরেও বাস্তব জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনের সুযোগ তৈরি করে দিয়েছে। শুধু ক্লাস আর পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থেকে তারা এখন বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা পাচ্ছেন, যা ভবিষ্যতের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমিটির প্রচার সম্পাদক সাব্বির হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও পেশাগতভাবে নিজেকে গড়ে তুলতে পারে। নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর আমরা পরিকল্পনামাফিক নানা কার্যক্রম হাতে নিচ্ছি।’
সহকারী প্রচার সম্পাদক শুভ বৈদ্য বলেন, ‘এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা টিমওয়ার্ক ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করছে। আমরা চাই ইনোভেটিভ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বাস্তব সহায়তা দিতে।’
ডিজিটাল প্রচারেও এগিয়ে যাচ্ছে ক্লাবটি। সহকারী প্রচার সম্পাদক রাসেল আহমেদ রিফাত জানান, ‘ডিআইইউ ফার্মা ক্লাবকে আমরা একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি কার্যক্রমকে দৃশ্যমান করার কাজ করে যাচ্ছে আমাদের টিম।’
এদিকে, ক্লাবটি ভবিষ্যতে গবেষণাভিত্তিক প্রজেক্ট, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, ক্যারিয়ার কাউন্সেলিং সেশন এবং জাতীয় পর্যায়ের ফার্মেসি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, ডিআইইউ ফার্মা ক্লাব শুধু একটি ছাত্রসংগঠন নয়—এটি ফার্মেসি শিক্ষার্থীদের স্বপ্নপূরণের এক উন্মুক্ত প্ল্যাটফর্ম। নেতৃত্ব, সচেতনতা ও সমাজসেবার মধ্য দিয়ে ক্লাবটি গড়ে তুলছে আগামী দিনের দায়িত্ববান ও প্রস্তুত ফার্মাসিস্টদের।
কেকে/এজে