গতবছর যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটি হয়েছিল তার মধ্যে সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারাসহ বেশকিছু ছাত্র প্রতিনিধি এই আন্দোলনে প্রতিনিধিত্ব করেছিল। সর্বশেষ গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ফলে গণআন্দোলন সফল হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) একটি টেলিভিশন চ্যানেলকে ভয়েস মেসেজে এ কথা বলেন, নাসীরুদ্দীন। এনসিপির এ নেতা বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম। এখানে এসে আমরা চেক-ইন করে এমন একটা নিউজ দেখলাম। তিনি আরো বলেন, এটা সম্পূর্ণ গুজব। কিছুই না। আমরা ঘুরতে এসেছিলাম।
আজকে এই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী হলেও গণঅভ্যুত্থানের প্রথম সারির সেই নেতারা কক্সবাজারে ঘুরতে এসেছেন বলে জানিয়েছেন তৎকালীন একজন সমন্বয়ক। তবে তারা এখন এনসিপি নামক একটি রাজনৈতিক সংগঠন তৈরি করেছেন এবং সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে কক্সবাজারের একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
উল্লেখ্য, আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথমবার্ষিকী। ২০২৪ সালের এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকালে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।
বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বেই হয়েছিল সেই গণঅভ্যুত্থান। সেই প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কেকে/এএস