মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তালতলা-ডহুরি খালে বাল্কহেডের ধাক্কায় যাত্রী পারাপারের ট্রলার ডুবে মাঝি কাদির সরদার (৫০) নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুবচনি বাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ কাদির স্থানীয় চাষিরী এলাকার তালেব সরদারের ছেলে। পরে এ ঘটনায় অভিযুক্ত বাল্কহেডসহ ৪ জনকে আটক করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, সন্ধ্যায় মাঝি ও অপর আরেক যাত্রী নিয়ে সুবচনি বাজারের তীরে নোঙরের চেষ্টা করছিল ট্রলারটি। এ সময় ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে তেল নিতে নোঙর করা একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। ট্রলারের এক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় মাঝি কাদির সরদার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন উপস্থিত হলেও নিখোঁজ কাদিরকে খোঁজে পাওয়া যায়নি।
টঙ্গীবাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ আতিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে রাতের বেলা ডুবুরি না থাকায় নদীর তলদেশ অভিযান সম্ভব হয়নি। সকালে ডুবুরি টিম দিয়ে অভিযান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করা হয়েছে। বাল্কহেডটি জব্দ হিসাবে নৌপুলিশের কাছে রাখা হয়েছে।
কেকে/এএস