সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
জাতীয়
আটাবে প্রশাসক নিয়োগে সদস্যদের তীব্র প্রতিবাদ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১০:৫০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা না করার জন্য সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে আটাবের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এমন কার্যক্রমে হতবাক হয়েছেন আটাব সদস্যরা। তাদের দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে যেসব কারণ উল্লেখ করা হয়েছে তা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।

সোমবার (৪ আগস্ট) আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আটাব। 

বিবৃতিতে বলা হয়,আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে নয়, বরং বৈধ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। আটাবের কমিটি বাতিলে গভীর ষড়যন্ত্র এবং প্রশাসনিক মবের গন্ধ পাওয়া যাচ্ছে। 

বিবৃতিতে আরো বলা হয়, আটাবের বর্তমান কমিটি আটাব অনলাইন নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক শেয়ার হোল্ডারদের টাকা আত্মসাৎ যে অভিযোগ করা হয়েছে সেটা সর্ম্পূন মিথ্যা এবং ভিত্তিহীন। যা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রমাণসহ প্রেরণ করা রয়েছে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে সেসব দালিলিক প্রমাণ এড়িয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটাব অনলাইনের এই ঘটনা বর্তমান কমিটির মেয়াদকালে সংগঠিতই হয়নি। 

বিবৃতিতে আরো বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে আটাবের বর্তমান কমিটির বিরুদ্ধে যে মানববন্ধনের কথা উল্লেখ করা হয়েছে তা পুরোপুরি সাজানো এবং বানোয়াট। ওই মানবন্ধনের আটাবের কোনো সদস্য উপস্থিত ছিল না। বর্তমান কমিটিকে হেও করতে মানববন্ধন নাটক সাজানো হয়েছে। যার ছবি এবং ভিডিও চিত্র আটাবের বর্তমান কমিটির কাছে সংরক্ষিত রয়েছে। অফিস আদেশে আটাব সংস্কার পরিষদ নামে একটি সংগঠনের কথা উল্লেখ করা হয়েছ। যা একটি ভূইফোঁড় সংগঠন এবং এর কোনো নিবন্ধন নেই। এমনকি চার হাজার ট্রাভেল এজেন্টের মধ্যে হাতেগোনা কয়েকজন এটার নিজেদের উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে তৈরি করেছে। আর এমন একটি সংগঠনের অভিযোগ আমলে নেয়া আটাব সদস্যদের মধ্যে আরো বেশি সন্দেহ সৃষ্টি করেছে। 

সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এসব কারণে আটাব সংস্কার পরিষদ কর্তৃক অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশের (আটাব) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন পাওয়া গেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদসহ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান শেষ করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পর বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধর্মের অপব্যবহার বাড়ছে
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপির কর্মী সভা
বাড়ছে লাশের মিছিল
চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ খেয়ে ৬ জনের মৃত্য
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close