শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা ট্যাবলেট সেবন করার অপরাধে আকাশ (২৫) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৪ আগস্ট) রাতে পৌরশহরের দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড এলাকায় তাকে আটকের পর এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। দণ্ডপ্রাপ্ত আকাশ ছিটপাড়া মহল্লার আব্দুর রশিদের ছেলে।
সূত্র জানায়, পৌরশহরের দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডে নালিতাবাড়ী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আকাশকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত আকাশকে ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে মাদদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, এএসআই ওমর ফারুক, হাসিমসহ পুলিশ সদস্যবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
কেকে/এএস