ফেসবুক স্টোরিতে শিক্ষক নিয়োগের প্রবেশপত্র, রাবি উপ-উপাচার্যের দুঃখ প্রকাশ
আছিয়া খাতুন, রাবি
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৮:১৩ পিএম
রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান। ছবি : প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খানের ফেসবুক স্টোরিতে শিক্ষক নিয়োগপ্রার্থীর ভাইভা পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়।
শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে স্টোরিটিতে আজমীরা আরেফিন নামের এক প্রার্থীর প্রবেশপত্র প্রকাশিত হয়, যার সুপারিশকৃত স্বাক্ষর ছিল জামায়াতের সাবেক এমপি মো. লতিফুর রহমানের। স্টোরিটি এক ঘণ্টার মধ্যে মুছে ফেলা হলেও এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পরে উপ-উপাচার্য স্টোরি প্রকাশকে ‘ভুলবশত’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন।
ফেসবুকে রাবি উপ-উপাচার্যের দুঃখ প্রকাশ
জানা যায়, মো. লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি পরপর দুইবার রাবি শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এর পর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে একই আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ডে স্টোরিট ডিলিট করার পর এবিষয়ে একটি পোস্ট করেছেন তিনি। পোস্টে ডে স্টোরিটি ‘ভুলবশত’ প্রকাশ করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি তিনি এঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, আমার ফেসবুক স্টোরিতে একজন আবেদনকারীর প্রবেশ পত্র কিভাবে আপলোড হয়েছে বুঝতে পারিনি। তবে মোবাইল ফোনটি নিয়ে আমার ছেলে বেশ কিছু সময় গেম খেলছিল। তখন হয়তো ভুলবশত স্টোরিতে এসে গেছে।
ফেসবুক স্টোরিতে শিক্ষক নিয়োগের প্রবেশপত্র
পোস্টে তিনি আরো উল্লেখ করেছেন, রুয়ার নির্বাচনের সময় একজন অ্যালামনাস যিনি সাবেক এমপি ছিলেন উনার সাথে পরিচয় হয়। কয়েকদিন আগে উনি ফোন করে উনার এলাকার একজন আবেদনকারীর কথা বলেন এবং তার প্রবেশ পত্র সেন্ড করেন। পরিচিত অনেকেই এরকম সুপারিশ করেন। তাদের মধ্যে ছাত্র, শিক্ষক, বন্ধু, সহকর্মী, রাজনীতিক অনেকেই আছেন। এই মুহূর্তে আমার অফিসে এবং মোবাইল ফোনে ডজন খানিক এরকম সুপারিশ আছে। তবে এগুলো কোনোভাবেই লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রভাব ফেলে না। আশা করি বিষয়টি নিয়ে কেউ ভুল বুঝবেন না। ভুলবশত এই স্টোরির জন্য দুঃখপ্রকাশ করছি।