গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। খবর: এনডিটিভি।
শনিবার (২ আগস্ট) কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত এ রায় ঘোষণা করেন।
৩৪ বছর বয়সী প্রজ্বল রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি এবং কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামীর ভাতিজা। রায় ঘোষণার সময় আদালত জানান, অভিযুক্ত শুধুমাত্র ধর্ষণই করেননি, বরং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে বারবার ব্ল্যাকমেইলও করেছেন।
বিচারক সন্তোষ গজানন ভাট রায় ঘোষণার সময় বলেন, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ, ভয়ভীতি প্রদর্শন ও ব্যক্তিগত ভিডিও অনৈতিকভাবে ছড়িয়ে দেওয়ার মতো একাধিক ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে।
ভুক্তভোগী ৪৮ বছর বয়সী এক নারী, যিনি রেভান্না পরিবারের ফার্মহাউসে গৃহকর্মী কাজ করতেন। তিনি জানান, ২০২১ সাল থেকে নিয়মিতভাবে তাকে যৌন নির্যাতন করা হতো। এক পর্যায়ে রেভান্না ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ চালিয়ে যান।
মামলায় বিশেষ সরকারি কৌঁসুলি বি এন জগদীশ আদালতকে জানান, “ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে, এবং তাকে ভিডিও দেখিয়ে আত্মহত্যা করার চিন্তায়ও ঠেলে দেওয়া হয়েছিল। অভিযুক্ত আইনজ্ঞান সম্পন্ন একজন সংসদ সদস্য ছিলেন, কিন্তু তবুও এমন পাশবিকতা করেছেন। এ ধরনের অপরাধীর সর্বোচ্চ সাজা হওয়া উচিত।”
তিনি আরো বলেন, “আর্থিক ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের যেন আইনের সুবিধা না মেলে, আদালতকে সেটি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ যদি কঠোর শাস্তি পায়, প্রভাবশালীরাও যেন ছাড় না পায়।”
কেকে/এআর