সারা বিশ্বের মতো বাংলাদেশেও ২৬ জুন পালিত হয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল- ‘শৃঙ্খল ভাঙার আহ্বান: সবার জন্য প্রতিরোধ, চিকিৎসা ও নিরাময়।’ দিবসটিকে কেন্দ্র করে ভিএসও বাংলাদেশ -এর সহযোগিতায় যুব ফোরাম খুলনার উদ্যোগে বেসরকারি সংগঠন-ফায়ারফ্লাই ক্যাম্পেইন, দ্য সুন্দরবনস অর্গানাইজেশন, সিক্ত বাংলাদেশ সম্মিলিতভাবে জুন এবং জুলাই মাসব্যাপী খুলনা বিভাগীয় জেলাসমূহে একটি ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করেন।
খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধিতে সরকারি বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা, র্যালি, সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, সিগারেটের ফিল্টার সংগ্রহ প্রভৃতি কর্মসূচি সফলতার সাথে সম্পন্ন হয়। এতে করে খুলনা বিভাগীয় জেলাসমূহে ৩ হাজারেরও অধিক মানুষের কাছে সচেতনতা প্রচারণার বার্তা পৌঁছানো সম্ভব হয়েছে।
ক্যাম্পেইন প্রসঙ্গে ন্যাশনাল ইয়ুথ ফোরাম এর যুগ্ম সম্পাদক এবং খুলনা বিভাগীয় যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন বলেন, ‘খুলনা বিভাগীয় যুব ফোরামের উদ্যোগে খুলনা বিভাগের ১০ জেলায় একসাথে মাদকবিরোধী দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন যা আমাদের উদ্যোগকে সার্থক করেছে। আমাদের মাদকের আগ্রাসন থেকে বের হয়ে লক্ষ্য অনুযায়ী সঠিক কাজটি করতে হবে, এ ধরনের মাদকবিরোধী উদ্যোগ আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে। সেজন্য আগে লক্ষ্য স্থির করতে হবে এবং কাজের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।’
ফায়ারফ্লাই ক্যাম্পেইনের আহ্বায়ক পাপেল কুমার সাহা বলেন, সুস্থ্য তরুণ সমাজ বিনির্মাণে আমরা মাদকবিরোধী একটি উদ্যোগ নিয়েছি। আমাদের উদ্যোগে কিছু মানুষকে সম্পৃক্ত করেছি, সে মানুষগুলোও তার চারপাশের কিছু মানুষকে সম্পৃক্ত করবে। এভাবে সামষ্টিকভাবে আমরা আমাদের প্রচারণা দিয়ে মানুষকে সচেতন করে যাবো। আমরা মাদকমুক্ত তারুণ্যময় বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের দেশ হবে বিশ্বের উজ্জ্বল দৃষ্টান্ত।’
দ্য সুন্দরবনস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মো. ইমন শাহরিয়ার বলেন, ‘মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে, আর একটি ধ্বংসপ্রাপ্ত প্রজন্ম ধ্বংস করে দেয় পুরো জাতিকে। তাই মাদকাসক্ত না হয়ে, গড়ে তুলি আদর্শ প্রজন্মের নৈতিকতা, জ্ঞান ও মানবিকতার এক সমৃদ্ধ বাংলাদেশ।’
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত ‘ফায়ারফ্লাই ক্যাম্পেইন’। যা মাদকের অপব্যবহার রোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাহিকতায় খুলনা বিভাগীয় আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করে ফায়ারফ্লাই ক্যাম্পেইন।
কেকে/এজে