লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালাবাড়ী ভাগুয়ার ভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও কসমেটিকস জাতীয় পণ্য কোয়ার্ড ক্রিম জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযানে এ সফলতা সীমান্ত নিরাপত্তায় বাহিনীর সক্রিয় ও কঠোর অবস্থানকে তুলে ধরে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিন ও রাতে ১৫ বিজিবির দুটি বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালাবাড়ী ভাগুয়ার ভিটা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ মো. রাশেদুল হক (২৭) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা।
অন্যদিকে, মোগলহাট বিওপির আওতাধীন লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমারটারী এলাকায় অভিযান চালায় আরেকটি টহলদল। টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ৮.৯ কেজি ভারতীয় গাঁজা, ৩০০ পিস ভারতীয় কোয়ার্ড ক্রিম ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, ‘দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।’ তিনি স্থানীয়দের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান এবং তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যান্য পলাতক চোরাকারবারিদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।
কেকে/ এমএস