নাটোরের গুরুদাসপুরে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় আবু সাঈদ নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল হকের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, কাছিকাটা টোল প্লাজার সামনে রাজশাহীগামী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন দিক থেকে অপর একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকের হেলপার আবু সাঈদ নিহত হন। এ সময় ট্রাকচালক নাসিম উদ্দিনও গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে আহত ট্রাকচালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/এএস