চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে ডাকাত দল (তৌহিদ গ্রুপের) সদস্য মোহাম্মদ নুরুল আমিন (৩০) নামের এক সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার সময় লোহাগাড়া সেনাক্যাম্পের দায়িত্বরত সেনাবাহিনীরি টহল টিমের হাতে ধরা পড়েন ডাকাত দল (তৌহিদ গ্রুপের) সদস্য মোহাম্মদ নুরুল আমিন।
আটককৃত মোহাম্মদ নুরুল আমিনকে জিজ্ঞাসাবাদের পর লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন এর (৮নং)ওয়ার্ডস্থ চাকফিরানি আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি পরিত্যক্ত টিনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে এক নালা ৩টি এলজি, ৮টি কার্তুজ ও ৪টি দেশীয় তৈরি তৈরি রামদা উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত দলের সদস্য মোহাম্মদ নুরুল আমিন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডের খলিলুর রহমানের পুত্র।
লোহাগাড়া দায়িত্বরত সেনাবাহিনী সূত্রে জানা যায়, রাত্রিকালীন টহল চলাকালীন ডাকাত তৌহিদ গ্রুপের সদস্য নুরুল আমিনকে সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতি জানতে পারে। এ সময় পালানোর সময়ে তাৎক্ষণিক আসামিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের পর আসামির তথ্যমতে চাকফিরানি আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি পরিত্যক্ত টিনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে এক নালা ৩টি এলজি, ৮টি কার্তুজ ও ৪টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়।
কেকে/এএস