গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় নুরী বেগম (৩৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত নুরী বেগম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ভেদাইটারী গ্রামের আশরাফুল আলমের স্ত্রী। তিনি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড নামক একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) পাপন হোসেন খোলা কাগজকে জানান, ৯৯৯ খবর পেয়ে গতকাল রোববার রাত ১১টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে ওই নারীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়েছে, রাত ১০টায় অফিস ছুটি শেষে বাসায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়।
তিনি বলেন, নিহতের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস