বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক যুবককে পাথর দিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) দুপুরে তারাছা খালের বেক্ষ্যং পাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে রোয়াংছড়ি থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ড শীলবান্ধা পাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) এবং একই পাড়া বাসিন্দা লোওয়াইসামং মারমা ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)
নিহত উথোয়াইশৈ মারমা (১৮) রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নে ৮নং ওয়ার্ড খক্ষ্যং পাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পিতা শৈচনু মারমা ইউপি সদস্যের কাছ থেকে লাশের সংবাদ পেয়ে ছেলেকে খুঁজতে ছুটে যায়, সেখানে শীলবান্ধা পৌঁছে ছেলের সন্ধান করলে তিনি সংবাদ পান শনিবার তার ছেলেকে রাতের আঁধারে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি সংবাদটি পেয়ে রোয়াংছড়ি থানায় গিয়ে একটি অভিযোগ করেন।
পরে অভিযোগের ভিত্তিতে রোয়াংছড়ি থানা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে এর নেতৃত্বে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমকে নিয়ে নদীসহ বিভিন্নস্থানে উথোয়াইশৈ মারমার উদ্ধার অভিযান শুরু করে। পরে বেলা একটার দিকে তারাছা খালের বেক্ষ্যং পাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে,এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
কেকে/ এমএস