খুলনার কয়রায় বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাঁকড়া শাকবাড়ীয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয়পাল এ আদেশ দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা খাল এলাকার কপোতাক্ষ নদীতে অভিযান চালানো হয়। তবে যৌথ অভিযানের খবর জানতে পেরে ৭০০ কেজি কাঁকড়া এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আরো জানান, জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। এসময় চোরাকারবারিরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে এসব কাঁকড়া আহরণ করে নিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় ৭০০ কেজি কাঁকড়া ও ১টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।
কেকে/ এসএস