স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে সিরাজগঞ্জে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (২৭ জুলাই) সকাল থেকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-পাবনা উভয়মুখী যানবাহন আটকে আছে। ধীরে ধীরে যানজট তীব্র আকার ধারণ করে। এতে পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া ও উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী (সাড়ে ১১টা পর্যন্ত) চলা অবরোধ ও বিক্ষোভে শিক্ষার্থীরা অবিলম্বে প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সোমবার (২৮ জুলাই) সকালে সড়কে ক্লাস নেওয়ার কর্মসূচির ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া বলেন, প্রতিষ্ঠার আট বছরেও বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাস হয়নি। দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য চরম দুর্ভোগ বয়ে আনছে। গত জানুয়ারিতেও আমরা রাজপথে নেমেছিলাম। সরকারের আশ্বাসে ফিরে গেলেও এবার সমাধান ছাড়া রাজপথ ছাড়ছি না।
তারা আরো বলেন, উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন। কিন্তু এরপর একাধিক একনেক সভা পেরোলেও ডিপিপিটি এজেন্ডাভুক্ত হয়নি। তার প্রতিবেদনই প্রকল্প অনুমোদনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
জানা যায়, গত শনিবার (২৬ জুলাই) শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কট করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চলমান নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। ২৫ জুলাই প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।
মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম হাসান তালুকদার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাসিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সদস্যরা।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ শে জুলাই জাতীয় সংসদে পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন, তারপর থেকে প্রতিবছরে এই দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়।
কেকে/ এমএস