মুন্সিগঞ্জ কারাগারে সারোয়ার হোসেন নান্নু (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
রোববার ভোর ৪ টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
এর আগে, শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তিনি কারাগারে অসুস্থ পড়েন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি মুন্সিগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের ভাগ্নি জামাই।
জেল সুপার মো. এনায়েতুল্লাহ জানান, গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ নেতা সারোয়ার হোসেন নান্নু। এতে তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেল সুপার আরো জানান, একটি হত্যা ও মারামারির মামলায় তিনি কারাগারে ছিলেন।
কেকে/ এমএস