স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ব্যক্তিকে আসামি করার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জে পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অভ্যুত্থানের মামলাগুলোর ক্ষেত্রে হয়ত ২০ জন আসামি হওয়ার কথা কিন্তু সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। ফলে সেখানে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এছাড়া গণমাধ্যমসহ সুশীল সমাজের দাবি ছিল যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়। ফলেই তদন্তে এখন বেশি সময় লাগছে।
জেলায় জেলায় বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্রগুলো এখনও উদ্ধার সম্ভব হয়নি স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় যেসব অস্ত্র খোয়া গেছে, তা উদ্ধারে চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের আগেই জোরালো অভিযান চালানো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরো গতিশীল করতে সরকার কাজ করছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুলিশের বিরোধের কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া। তাদের মন জয় করা। আমাদের কাজ হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা করা।
এর আগে, তিনি সকালে নারায়ণগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ সদর দফতর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। পরে দুপুর নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শনে আসে। সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলার ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা পরবর্তীতে তিনি বিজিবি ব্যাটালিয়ন-৬২-ও পরিদর্শন করেন।
কেকে/ এমএস