রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
জাতীয়
‘অভ্যুত্থানের মামলায় উদ্দেশ্যমূলক আসামি করার বিষয়টি তদন্ত হচ্ছে’
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:৩৪ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ব্যক্তিকে আসামি করার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জে পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অভ্যুত্থানের মামলাগুলোর ক্ষেত্রে হয়ত ২০ জন আসামি হওয়ার কথা কিন্তু সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। ফলে সেখানে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এছাড়া গণমাধ্যমসহ সুশীল সমাজের দাবি ছিল যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়। ফলেই তদন্তে এখন বেশি সময় লাগছে।

জেলায় জেলায় বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্রগুলো এখনও উদ্ধার সম্ভব হয়নি স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় যেসব অস্ত্র খোয়া গেছে, তা উদ্ধারে চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের আগেই জোরালো অভিযান চালানো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরো গতিশীল করতে সরকার কাজ করছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুলিশের বিরোধের কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া। তাদের মন জয় করা। আমাদের কাজ হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা করা।


এর আগে, তিনি সকালে নারায়ণগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ সদর দফতর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। পরে দুপুর নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শনে আসে। সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলার ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা পরবর্তীতে তিনি বিজিবি ব্যাটালিয়ন-৬২-ও পরিদর্শন করেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  অভ্যুত্থান   উদ্দেশ্যমূলক   আসামি   তদন্ত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close