প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শ্রীপুর উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রকাশিত পরিপত্রটি প্রত্যাহার ও এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবি জানান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষকরা। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে উপজেলার প্রায় তিন শতাধিক বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকরা অংশ নেন। ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয় অধিকার’ এ ধরনের বিভিন্ন লেখা ব্যানারসহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচি চলাকালে মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও বক্তব্য দেন, সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. আবুল হোসেন প্রধান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রমুখ ব্যক্তিবর্গ। মানব বন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন।
কেকে/ এমএস