রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
জাতীয়
বিচারপতি খায়রুল হকের যত বিতর্কিত মন্তব্য ও রায়
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১:১৩ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত-সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। বিচারপতি থাকা অবস্থায় তিনি অনেক বিতর্কিত মন্তব্য ও রায় প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, সকাল ৮টার কিছু পরেই আমরা তাকে আটক করি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে বিভিন্ন সময় বিচারিক, প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে বিতর্কিত ভূমিকা পালনের অভিযোগ ওঠে, যার ফলে তার বিরুদ্ধে একাধিক মামলা ও তদন্ত চলছে। তার বিতর্কিত মন্তব্য ও রায় গুলো হলো-

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিতর্কিত রায় : ২০১১ সালে প্রধান বিচারপতির দায়িত্বে থাকাকালে তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করেন। শুরুতে আপিল বিভাগের দেওয়া রায়ে বলা হয়েছিল, পরবর্তী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। কিন্তু চূড়ান্ত রায়ে সেই অংশ অপসারণ করে দেন খায়রুল হক। এতে দেশের রাজনৈতিক ভারসাম্য বিনষ্ট হয় এবং ভবিষ্যতের ভোট ডাকাতির পথ সুগম হয় বলে বিরোধী দলগুলোর অভিযোগ।

শহিদ জিয়াউর রহমানের বিষয়ে বিতর্কিত মন্তব্য : তিনি আদালতের রায়ে উল্লেখ করেন যে, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, যা রাজনৈতিকভাবে তীব্র বিতর্কের জন্ম দেয়।

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ : আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে উপেক্ষা করে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

পদে থাকার সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ : আইন কমিশনের চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি একজন গাড়িচালক এসএম সামসুল আলমকে জোরপূর্বক চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠান, যা ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও প্রধান বিচারপতি থাকা অবস্থায় তিনি সরকারি ত্রাণ তহবিল থেকে চিকিৎসা খরচ নেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

জালিয়াতি ও দুর্নীতির একাধিক মামলা : এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে ইতোমধ্যেই কয়েকটি মামলা হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর গত ১৮ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগ আনা হয়। ২৮ আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আরেক আইনজীবী। এর আগে ২৫ আগস্ট খায়রুল হকের বিরুদ্ধে একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়।

সমালোচনা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা : বিরোধী দলগুলোর অভিযোগ, তিনি বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন এবং সরকারের সুবিধাভোগী হিসেবে বিভিন্ন রায় দিয়েছেন।  বিতর্কিত বিচারপতিদের শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেয়া, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে রায় ইত্যাদি কর্মকাণ্ড তার বিচারকীয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  বিচারপতি খায়রুল হক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close