গাজীপুরের কাপাসিয়ার কির্তুনিয়া ইছব আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আরিফ ভূইয়া হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (২৩ জুলাই) কির্তুনিয়া বাজার রোডে এ বিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বাজারের হিরনের দোকানে আরিফ ভূইয়াকে ছুরিকাঘাত করা হলে। ঘটনাস্থলে সে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। আমারা হত্যাকারির ফাঁসি চাই।
১০ম শ্রেণীর ছাত্র মাজহারুল, আমিনুল, মারুফ, আসিক, তামিম, ৯ম শ্রেণির লিমন, ফাহিম বলেন আরিফ ভূইয়া হত্যার আসামিদের ফাঁসি চাই।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক হাসিনা বলেন আরিফ আমাদের বিদ্যালয়ে নম্র ও বিনয়ী আচরণ করতো তার মৃত্যুতে বিদ্যালয় একজন সৃজনশীল তরুণকে হারিয়েছে। এ মৃত্যু মেনে নেওয়া যায় না। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় সে লক্ষ্যে খুনির ফাঁসি দিলে সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এর আগে সকালে কির্তুনিয়া বাজারে মানববন্ধন করেন বারিষাব ইউনিয়ন জাতীয়তাবাদি যুবদল। বক্তব্য রাখেন বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার, যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন বুলবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০ জুলাই রোববার আনুমানিক ১২টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করেছে থানা পুলিশ। নিহত আরিফ হোসেন (৩০) ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী এবং কীর্তুনিয়া গ্রামের মৃত মালেক ভূইয়ার ছেলে।
কেকে/ এমএস