শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
খোলাকাগজ স্পেশাল
সমন্বয়হীন সরকার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৫১ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে গত সোমবার প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সারা দেশে শোকের ছায়া বিরাজ করছে। এর মধ্যে নিহতের সংখ্যাসহ নানা বিষয়ে সরকারের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। এতে ক্ষোভ বাড়ছে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে। বিমান বিধ্বস্তের পর তাৎক্ষণিত উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ সেনাবাহিনী। এর মধ্যে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। তবে মঙ্গলবারের এইএসসির পরীক্ষা প্রথমে স্থাগিত করা হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে মধ্যরাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে। এ ছাড়া দুর্ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে এত বড় ঘটনায় শিক্ষা উপদেষ্টাকে দেখা যায়নি। এ ছাড়া স্বাস্থ্য উপদেষ্টার অনুপস্থিতিও জনমনে বিস্ময় জাগিয়েছে। এ ছাড়া নিহতের সংখ্যা নিয়েও সৃষ্টি হয় বিভ্রান্তি। 

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসন হতে আরো সময় লাগবে।’ তিনি বলেন, আহতদের পর্যবেক্ষণে রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি আরো বলেন, ‘উত্তরা আধুনিক মেডিকেল থেকে একজনের মৃতদেহ সিএমএইচে পাঠানো হয়েছে। সেই সংখ্যাটি নিয়ে আমাদের তথ্যের পার্থক্য দেখা দিয়েছে। 

আমরা বলেছি ১৫ জন, সিএমএইচে ১৫ জনের মৃতদেহ আছে। যদিও আইএসপিআরের তথ্যে ১৬ জন বলা আছে। তথ্যের পার্থক্যগুলো দূর হতে সময় লাগবে।’ ডা. সায়েদুর রহমান জানান, বার্নে ভর্তি রোগীদের মধ্যে দুজনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া শঙ্কামুক্ত রয়েছেন আরো ১০ জন। ৩০ জন এখনো ঝুঁকিতে রয়েছেন। যেহেতু মৃতদেহ আর দেহাবশেষ নিয়ে কিছু পার্থক্য আছে, তাই বিষয়টি নিয়ে আরেকটু সময় নিয়ে জানাতে পারব।

তিনি জানান, মঙ্গলবার রাতে সিঙ্গাপুরের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন নার্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। কতজনের উন্নত চিকিৎসার প্রয়োজন সেই সিদ্ধান্ত দেবেন তারা। প্রয়োজনে আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে। 

রাত ৩টায় এলো এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত

বিমান দুর্ঘটনার পর বিভিন্ন মহল থেকে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করার দাবি ওঠে। তবে সোমবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার জানিয়েছিলেন, পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যথাসময়ে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু মঙ্গলবার রাত ৩টায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। কিন্তু সেটিও প্রথমে জানানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক প্রোফাইল থেকে। এতে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য উপদেষ্টার বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায়  মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।’ 

মধ্যরাতের এমন সিদ্ধান্তের পর ফেসবুকে সমালোচনা শুরু হয়। অনেকে বলেন, অনেক শিক্ষার্থী এতরাতে ঘুমিয়ে গেছেন। যারা দূরদূরান্তে গিয়ে পরীক্ষা দেবেন তারা যদি না জানতে পারেন তাহলে সকালে গিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন। এতে তারা ভোগান্তির স্বীকার হবেন। 

সমালোচনার মুখে প্রধান উপদেষ্টার পেজের পোস্ট ডিলিট 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে সমালোচনার মুখে মঙ্গলবার দুপুরে পোস্টটি সরিয়ে ফেলা হয়। 

পোস্টটিতে বলা হয়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।’ এ পোস্টের সঙ্গে ব্যাংক হিসাব নম্বর দেওয়া হয়। 

ফেসবুকে গতকাল বেলা দুইটার পর পোস্টটি দেওয়া হয় এবং তার কিছুক্ষণ পরই তা সরিয়ে নেওয়া হয়। তবে কী কারণে পোস্টটি মুছে ফেলা হলো- সে বিষয়ে পেজে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

একই সময়, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্টটি শেয়ার করেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। পরে সেটিও এই গ্রুপ থেকে সরিয়ে নেওয়া হয়। 

সরকারি একটি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তার আহ্বান সংক্রান্ত পোস্টটির উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন একটি জাতীয় ট্র্যাজেডির পরদিনই জনগণের কাছ থেকে সাহায্যের আবেদন করা হলো, যেখানে রাষ্ট্রীয় সুরক্ষা, ত্রাণ ও চিকিৎসা ব্যবস্থার জন্য বরাদ্দ থাকা উচিত।

তথ্য উপদেষ্টার ফেসবুকে শিক্ষা সচিব প্রত্যাহারের খবর 

শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরেরকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শিগগির কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।’

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
ডিএনএ’র মাধ্যমে সনাক্ত হবে মরদেহ, পরিবার চাইলে নিতে পারবেন গ্রামে
যুক্তরাষ্ট্র না রাশিয়া, সাগরের তলদেশের শক্তিতে কে এগিয়ে?
আশুলিয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

সর্বাধিক পঠিত

‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
একমণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close