বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মতামত জানতে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এ গণভোট শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায়। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি, যা চলবে ২৪ জুলাই পর্যন্ত।
গণভোটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত বুথে গিয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাদের মতামত ব্যক্ত করছেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এরা হলেন—তানজিদ শাহ জালাল ইমন, মেহরাব হোসেন, মো. ইয়ারুল আমিন ও মো. সাবির মাহমুদ।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি সংগঠক শুজয় শুভ বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণের একটি কার্যকর মাধ্যম হলো ছাত্র সংসদ। এর মাধ্যমে প্রতিনিধিত্বশীল নেতৃত্ব গড়ে উঠবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হবে। তাই দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের মধ্যে ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেওয়া জরুরি।
তিনি আরো বলেন, আগামী বাংলাদেশ কেমন হবে তা নির্ধারিত হয় বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে। তাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যেই আজকের গণভোটের আয়োজন করা হয়েছে।
গণভোটে অংশগ্রহণকারী শিক্ষার্থী মেহেতাব হাসান বলেন, গণতান্ত্রিক চর্চা ও প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। আশাকরি, গণভোটের এই ফলাফল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং আগামীতে একটি কার্যকর ছাত্র সংসদ গঠনের পথে অগ্রগতি হবে।
কেকে/এএম