গাজীপুরের টঙ্গীতে গাছ থেকে পড়ে আব্দুল মালেক (৭০)নামে এক মালির মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে টঙ্গী দক্ষিণ আউচপাড়া স্কুইব রোড এলাকার এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানায় এ ঘটনাটি ঘটেছে । তিনি ওই কারখানায় মালির কাজ করতেন।
নিহত মালেক শেরপুর জেলা সদরের ঝগড়ারচর গ্রামের সায়জুদ্দিনের ছেলে। তিনি কারখানার পার্শ্ববর্তী কড়ইতলা বস্তিতে পরিবারের সাথে বসবাস করে ওই কারখানায় মালির কাজ করতেন।
কারখানার শ্রমিকরা জানায়, বেলা ১১টার দিকে গাছের ডালপালা পরিষ্কার করার সময় তিনি অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
যোগাযোগ করা হলে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আব্দুল মালেক দীর্ঘ ২০বছর যাবত কারখানায় মালির কাজ করছেন। কিভাবে তার মৃত্যু হয়েছে বলা যাচ্ছে না। তবে তার পকেটে একটি পেয়ারা পাওয়া গেছে। পেয়ারা পাড়তে গাছে উঠে পড়ে গেছেন নাকি কিভাবে মারা গেছে বুঝতে পারছি না।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
কেকে/ এমএস